শ্যামলী সজীব প্রাণ আমাদের গাঁয়ে
খালের আইল পাড়ে তালবীথি ছায়ে-
চলো তবে বসে পড়ি তুমি আর আমি
অল্প বিরাম শেষে খালে গিয়ে নামি।

শাপলা শালুক নয় মাছ মাছ খেলা
ট্যাংরা পুঁটির সাথে কেটে যাবে বেলা।
ফলুই বোয়াল পেলে উৎসবে মেতে
চড়–ইভাতি দেবো গাজীদের ক্ষেতে।

দুপুর গড়িয়ে শেষে বিকেলের দিকে
যখন রোদের তেজ হয়ে যাবে ফিকে।
আমরা হাঁটতে যাবো ওইখানে নদী
জোয়ার ভাটার টানে বয় নিরবধি।

ওপারে গড়ার তালে এই পারে ভাঙে
এই যে গ্রামের আধেক খেয়েছে গাঙে।
তবুও গাঙের বুকে আছে লোক কত
আহার জোগান নিতে রোজাগারে রত।

গোধূলি রঙের সাজ আকাশের গায়ে
পরালে আগুন শাড়ি সন্ধ্যের মায়ে।
তখন ফেরার পালা আমাদের বাড়ি
রাতের আসরে বলো গল্প তোমারই।

Share.

মন্তব্য করুন