রিমঝিম রিমঝিম বিষ্টি পড়ে
গাছগাছালির পাতা নড়ে
রোদ্দুর নেই
মেঘ ডাকে যেই,
রিমিঝিম বর্ষায় মনটা ওড়ে।

গুরুম-গারুম মেঘ গর্জন
রৌদ্র আকাশ করে বর্জন
ঝিলিমিলি আকাশে
মেঘ ছোটে বাতাসে,
আমার শুধু ভাল্লাগা অর্জন।

ক’তে কৈ মাছ
র’তে রুই মাছ
মলাডেলা মাছ করে উল্লাস,
মেঘের ডাকে
শিয়াল হাঁকে
ধরবে যাকে, হবে সে লাশ।

মাথার ওপর কলাপাতা
ঘরের কোণে ব্যাঙের ছাতা,
টিপটাপ বিষ্টিতে
ব্যাঙ ডাকে কূপটিতে
কূপের কূলেই সাপের মাথা।

টিনের চালে পড়ে বিষ্টি
কানে লাগে বেশ মিষ্টি
সরে না চোখের দৃষ্টি।

Share.

মন্তব্য করুন