বৃষ্টি নামে আকাশ থেকে
বর্ষাকালে
নতুন পানির জোয়ার-ভাটা
গাঁয়ের খালে।

গাছ-গাছালি প্রাণ ফিরে পায়
আপন মনে
ফসল-ফলে মন ভরে যায়
জনে জনে।

দিনের শেষে সন্ধ্যা হলে
রাত্রি আসে
শান্ত ঘুমের পরশ নিয়ে
চাঁদ যে হাসে।

রহম তারই ঝরে পড়ে
ভোর বাতাসে
ঝলমলিয়ে ছড়ায় আলো
ঐ আকাশে।

ছুটে চলে যে যার কাজে
হাসি মুখে
ঝড়-তুফানে মিলেমিশে
থাকে সুখে।

Share.

মন্তব্য করুন