আমার কেবল হারিয়ে যাওয়ার ইচ্ছা জাগে রোজ
কেউ না খোঁজে এমন কোথাও হবো যে নিখোঁঁজ।
চড়–ইর সাথে নারকেল গাছে ডাকবো প্রতিদিন
নেই তো মানা সব অজানা তা ধিন, তা ধিন ধিন।
পুকুর পাড়ের জামের ঝোঁপে লুকিয়ে যাবো ঠিক
জোছনা রাতে জোনাক হবো জ্বলবো ঝিকিমিক৷
ইরল বিরল চিরল পাতায় বাঁধবো খড়ের ঘর
তলার দিকে দরজা রবে থাকবো এর উপর।
ফুড়–ৎ ফুড়–ৎ এঘর ওঘর আসবে মেহমান
ঠোঁট মিলিয়ে ঠোঁটের সাথে খাইয়ে দিবো ধান।
ডাহর,সারস,ঝিল্লি,কালেম সাক্সগু নদীর পাড়
কিংবা কাশের দোলদোলানির সঙ্গে চড়ার ভার।
কর্ণফুলীর জাহাজ মেলায় আলোর ঝলমল
রঙবেরঙের রঙের খেলা চলতো অবিরল।
জলকদরে সাদামিশেল গাঙচিলেদের হাট।
দুর্বা ঘাসের শিশির হতাম নয় সোনালি পাট।
জুঁই চামেলি নয়নতারা কাঠগোলাপের ফুল
কাঁটা দিয়ে বুঝিয়ে দিতাম ফুল ছেঁড়ার মাশুল।
মৌমাছিদের সঙ্গে হতো সখ্য সুনিবিড়
শিমুল পলাশ বেলীর গন্ধে বাতাস ঝিরিঝির।
হাঁটু জলে পুঁটির মতো ঘোরার এমন জিদ
স্বাধীন আমি সেদিন হতো নতুন আরেক ইদ।

Share.

মন্তব্য করুন