খাঁটি, খাঁটি, খাঁটি
বাংলা মায়ের হরিৎ আঁচল
আমার দেশের মাটি।

ভালোবাসি, বাসি
এই মাটি ফুল পাখি আর
নীল জোনাকির হাসি।

মাটি, মাটি, মাটি
সোনার উঠোন, রূপার আকাশ
কী যে পরিপাটি।

এই দেশ কী রূপসী
কী যে গরীয়সী।

Share.

মন্তব্য করুন