সকল কিছু বক্র যখন কে করে সব সোজা?
রমজানের পর্দা তুলে হাসেন তখন রোজা!

ঘর দরোজা মলিন হলে করাতে হয় রঙ,
তলোয়ারকে রাখতে তাজা ছাড়াতে হয় জং।
ব্যায়াম ট্যায়াম না করালে শরীর মহাশয়,
কেমন করে পাঠ ও খেলায় হবে গো ফার্স্টবয়!

বাগান জুড়ে গোলাপ বেলি চায়তো সবাই খুব,
নিয়মিত পানি ও সার না দিলে সব চুপ।
বসন্তদের আসার খবর দখিন হাওয়া আনে,
বাণীর ভিতর সুরের জাদু, সুরই বাণীর প্রাণে।

আকাশে চাঁদ আছে বলেই আকাশ চমৎকার,
ঘরের বাতি জ্বাললে তবেই পালায় অন্ধকার।
সালতামামি শেষ করে তাই নতুন অভিযান,
রোজাই ছড়ায় ব্যর্থ বুকে বিশ্বজয়ের গান।

সমতা আর মমতাময় মানুষকে বার বার
করেন যিনি, তারই জন্য রোজাকে দরকার।

Share.

মন্তব্য করুন