হাওয়া নেকড়ে হরিণীর পিছু পিছু
সকালকে পৌছে দেয় সন্ধ্যার কাছে
ফাকা রাস্তায় সারাদিন হাঁটে ভয়
হরিণী আড়াল খোঁজে আনাচ-কানাচে।

দরোজা বন্ধ শহরের সব ঘরে
অভয়ারণ্য কোথাও কি আজ আছে?
পথে পথে ভয় বক্ষ ফুলিয়ে হাঁটে
নির্ভয়ে শুধু শহরে ভয়েরা বাঁচে।

Share.

মন্তব্য করুন