মিনি আর গিনিতে ঠিক করে দু’জনা
পুতুলের বিয়ে দেবে নিয়ে আরো ক’জনা।

সেই কথা কানে কানে হলো চারকান
পাড়াময় জানাজানি কী যে ভাবখান!

আম্মু দু’জনার, আব্বুও নিমরাজী
ছোটমামা মিনিদের একদম কী পাজী,

বিয়ে হবে ধুমধাম জোস্ খাওয়া-দাওয়া
লাইটিং ঢাকঢোল আর চাওয়া-পাওয়া।

ফর্দটা হোক আগে, বাজারটা পর
মন্দ কী – মামা কন নেই নড়চড়

মিষ্টির সাথে দই-ছানা রসগোল্লা
মুরগী জবাই হবে ডেকে আন মোল্লা

প্রতিবেশি আসবে খোকা খুকু বুড়িমা
সন্দেশ খাসাটা ডিম দুই কুড়ি যা

ফল-ফলারি আম আঙুর থাকবে
আর যতো মিষ্টি আচার রাখবে

শাহী মোরববা যে যেটা খেতে চায়
পুতুলের বিয়ে বলে মন ভাঙ্গা না যায়।

আয়োজন সব হলো ঘরময় সাজ সাজ
জামাই আসলো না বিনা মেঘে পড়ে বাজ

বিয়ে ভাঙল বলে- সোরগোল নেই মান
পেট পুরে খায় দায় নেই কোন অভিমান।

Share.

মন্তব্য করুন