পৃথিবী এখন বদলিয়ে গেছে
জীবন হয়েছে চুপ
সবুজ বনানী পশু-পাখি-কীট
পেয়েছে সুস্থ রূপ।

মানুষের কথা মানুষের চলা
কলের দূষণ বন্ধ
ছুটে চলা সব কিছু নিমেষেই
হারিয়েছে হায় ছন্দ।

মানুষের হাতে মানুষের হাত
মিলছে না আর ভয়ে
ভালোবাসা প্রীতি বন্ধন যেন
পলকেই গেছে ক্ষয়ে।

ক্ষুধার জ্বালায় পথে পথে ঘোরে
কতো অসহায় মুখ
লুটেরা আবার লুটেই ব্যস্ত
তাদের নেই তো দুখ।

প্রাণ নিয়ে খেলে ত্রাণ দেয় যারা
যুদ্ধ বাঁধায় দেশে
আজকে তারাও বিপনড়ব হায়

ক্ষুদে করোনায় ঘেঁষে।
মানুষ কতো না অসহায় প্রাণি
সে কথা বুঝতো যদি
সত্যের পথে পৃথিবী আবার
হতো শান্তির নদী।

Share.

মন্তব্য করুন