প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো।
এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেয়া হলো। আশা করি এর আলোকে সুন্দর সুন্দর ছড়া লিখবে।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
-ছড়া কুটুম।

এপ্রিল ২০২০ মাসের ছড়া

“নতুন দিনের নতুন আলো
চাঁদ ঝলমল করে
কখনোবা হঠাৎ বৃষ্টি
ঝরঝরিয়ে ঝরে!”

মার্চ ২০২০ মাসের বিজয়ী ছড়া

‘এখন কলি কুঁড়ির মাঝে
রাতে বুঝি ফুটবে
বুকের ভেতর সুবাস নিয়ে
সবার দিকে ছুটবে।’

এখন বুঝি ছোট্ট পাখি
একটু পরেই উড়বে
বিশাল আকাশ সুনীল সাগর
হাওয়ায় ভেসে ঘুরবে।

সুপ্ত থেকেই সম্ভাবনা
আকাশ ছোঁয়ার গল্প
হাতছানিতে ডাকছে আকাশ
খুব দূরে নয়, অল্প!

সুুমাইয়া স্মৃতি
মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি

Share.

মন্তব্য করুন