দূর হবেই সব মন্দ
-নয়ন আহমেদ
নামছে আঁধার
জগৎ জুড়ে;
হায়েনা, পশু
বিশ্ব জুড়ে-
নিঃস্ব করছে প্রীতিবোধ।
লড়বে তুমি;
গড়বে তুমি-
আঁধার বিলীন করবে তুমি।
সূর্যটাকে কাঁধে করে
করবে বহন দায়িত্ববোধ।
বানাও, গড়ো আনন্দ;
দূর হবেই সব মন্দ।

বন্ধু প্রজাপতি
-এ কে আজাদ
এই পেয়েছি এই তো সোনা প্রজাপতি আয়
একটু দেখি- কে দিয়েছে উল্কি এঁকে গায়।
ওরে বাবা উল্কি তো নয় রঙের কারিকুরি
নতুন বউয়ের গায়ে যেন রঙিন শাড়ি-চুড়ি।
মারবো না রে আয় না কাছে দেখব শুধু ভাই
তোমার মত রঙিন পাখা আমারও যে চাই।
ইস্ কি মজা হত আমার থাকতো যদি তেমন
তোমার গায়ে মিষ্টি আঁকা রঙের বাহার যেমন।
ধুত্তোরি ছাই! উড়িস কেন? একটুখানি দাঁড়া,
জোরে না তো আস্তে করে পাখা দুটি নাড়া।
ইস্ রে বাবা বোকা না কি! ছুটছে কেবল উড়ে
কেমন করে বন্ধু হব যাও যদি ভাই দূরে!
হায় আল্লাহ! উড়েই গেল শুনলো না তো মানা
কেমন করে দেখব এখন রঙিন দুটি ডানা!
যাবি তো যা, বলব মাকে- ফুলের বাগান করো
অনেক প্রজাপতি তখন হবেই ফুলে জড়ো।
বন্ধু হবে প্রজাপতি রঙিন পাখা মেলে
দিনগুলো সব মজার হবে ওদের সাথে খেলে

Share.

মন্তব্য করুন