বর্তমানে কোন ব্যক্তির সাথে সবচেয়ে বেশি সঙ্গ দেয়া জিনিস বোধ হয় তার স্মার্টফোন। বাড়িতে পরিবার-পরিজন সাথে থাকলেও বাইরে থাকে না। আর জামা-কাপড় তো প্রতিদিন পরিবর্তন করতে হয়। কিন্তু এই স্মার্টফোন সারাক্ষণ সাথেই থাকে। বাইরে গেলে পকেটে পকেটে। ঘরে এলে ধারে-কাছে। এমনকি ঘুমের সময় সেটা থাকে বালিশের পাশেই। তবে যদি এমন ঘটে- প্রিয় সেই স্মার্টফোনটি কিছু সময় আগে কোথায় রেখেছো ভুলে গেছো! কিছুতেই মনে করতে পারছো না। সাইলেন্ট মুডে থাকায় রিংও বাজছে না। এই রকম পরিস্থিতিতে ফোন খুঁজে পাওয়া খুব কঠিন। তবে দুশ্চিন্তার কারণ নেই। কারণ অন্য ফোন দিয়ে সহজেই আমরা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে পারি।

ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারের সহায়তায় স্মার্টফোন সহজেই অনুসন্ধান করা যায়। ফোনের লোকেশন জানার জন্য অন্য মোবাইল দিয়ে ইন্টারনেট ব্রাউজার খুলতে হবে। এরপর সার্চ করতে হবে Find my phone through Android Device Manager। এখানে লগ ইন করতে বলা হবে। তখন খুঁজে না পাওয়া ফোনটির ই-মেইল আইডি দিয়ে লগ ইন করবে। যখনই লগইন করবে এখানে প্রথম অপশন পাবে “রিং” এবং দ্বিতীয় অপশন পাবে “ইরেজ”। প্রথম অপশনটি বেছে নিয়ে রিং অপশনে ক্লিক করলে হারিয়ে যাওয়া ফোন সাইলেন্ট থাকলেও বেজে উঠবে। এভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেতে পারো। এরকম পরিস্থিতি যে শুধু তোমার হয়, তা কিন্তু না। তোমার বন্ধুদেরও হতে পারে। তাই তাদেরও এ বিষয়টা জানিয়ে দেবে। তাহলে ভোগান্তি কমবে। কমবে টেনশনও।

Share.

মন্তব্য করুন