কার ডাক শোনা যায় দূরে, কার ডাক?
যেই ডাক শুনে নদী ঘুরে শত বাঁক
সাবলীল গতি নিয়ে চলে হেসে খেলে
দু’কূলের সমতলে পলি দেয় ঢেলে।

পাহাড় গড়িয়ে নামে ঝরণার ধারা,
মহাসুখে ছুটে চলে হয়ে দিশেহারা
ডাক শুনে ফুল-পাতা হয় চঞ্চল,
বাতাসে উড়তে থাকে মায়ের আঁচল।

পাখিরা মাতিয়ে তোলে সুরে সংগীতে,
সেই ডাকে সাড়া জাগে সারা পৃথিবীতে।
সেই ডাক প্রেম-প্রীতি মানবিকতার,
দূরে নয়, কাছে এসে হোক তা সবার।

Share.

মন্তব্য করুন