যে পথ গেছে এঁকেবেঁকে
মাঠ পেরিয়ে, ধানের ক্ষেতের
পাশটি দিয়ে, বাঁশ বাগানের
ভিতর দিয়ে ছোট্ট নদীর ধারে।
সে পথেরই শেষ সীমানায়
ছবির মত আঁকা
আমার জন্মভূমিখানা।

গ্রামের কথা এলেই মনে
উধাও হয়ে যাই যে চলে
ঘুঘু ডাকা, শ্যামল ছায়ার দেশে
যেখানটিতে রাখাল বাজায় বাঁশি,
বাঁশবাগানের তলে।

আমলকির ঐ বনে বনে
নাম না জানা পাখি
ঝোপে ঝাড়ে বেড়ায় উড়ে
কিচির মিচির ডাকি।

সন্ধ্যে হলে শুনতে পাবে
কুমোরপাড়ার ওপার হতে
আসবে ভেসে সন্ধ্যারতির সুর
ঐখানেতে বাপের আদর
মায়ের স্নেহ কতই মধুর।

সেই আমারই দেশ, আমার
প্রাণের বাংলাদেশ।

Share.

মন্তব্য করুন