পড়া

এক দুই
দুই তিন
রাত শেষে হলো দিন
দিন শেষে হলো রাত
পাঁচ ছয়
ছয় সাত।

এই ভাবে
গড়গড়
পড়া হয়
প্রতিদিন পড়ে যায়

খুকু পড়ে
খোকা পড়ে
পড়া শেষে মুড়ি খায়।

 

দুই শালিকের গল্প

শালিখপাখি        দুইটি
দেখতে ভারি      সুইটি
বাঁশের মাচায়     নিত্য
ডেকে মাতায়     চিত্ত
বেড়ায় গ্রীষ্ম       শীতে
এক বাসাতেই    থাকে
কিচির মিচির     ডাকে।

 

কালো পিঁপড়ে

পিঁপড়েগুলো দেখতে কালো
স্বভাব মোটে নয়তো ভালো
কখন কাকে কামড়ে ধরে
যায় না বলা ঠিকচিনির গন্ধ পেলেই কোথাও
পাল্টে ফেলে দিক।

হাটে হাটে
মাঠে মাঠে
দালান, কুঁড়ে ঘরে।

পিঁপড়েগুলো
নাচিয়ে নুলো
আরামে বাস করে।

 

জোনাকপোকা

ফুল ফুটেছে থোকা থোকা
ফুলের ভিতর জোনাকপোকা।

জোনাকপোকার পাখনা দুটি
আলোয় খেলে লুটোপুটি

এসব দেখে দুষ্ট খোকা
জোনাকপোকায় দিচ্ছে টোকা।
জোনাক পোকা ছড়ায় আলো
দেখতে লাগে দারুণ ভালো।

Share.

মন্তব্য করুন