বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)।
আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

ফেব্রুয়ারি ২০২০ এর ছড়া

“ভোর না হতেই পাখির ডাকে
ঘুমটা ভাঙে যার,
সুখ-শান্তি পুবাল হাওয়া
ডাকতে থাকে তার।”

জানুয়ারি ২০২০ এর বিজয়ী ছড়া

‘একটু কথা একটু হাসি
ছড়িয়ে দেয় স্বপ্ন রাশি,
দূর হয়ে যাক আঁধার কালো
থাকনা জেগে বাঁচার আলো।’

থাকনা জেগে বুকের ভেতর আশা
থাকুক বুকে অযুত ভালোবাসা।

একটু হাসি যাক ছড়িয়ে
একটু হাসি দিক ভরিয়ে
আর্তজনের মন
একটু হাসির লহর বুকে
বাজুক সারাক্ষণ;

সারাক্ষণই জাগুক বুকে
বাঁচার রঙিন আলো
দূর হয়ে যাক আঁধার কালো
সবাই থাকুক ভালো।

রাফিন নাওয়ার
নবম শ্রেণি, রংপুর জিলা হাই স্কুল, রংপুর।

Share.

মন্তব্য করুন