ইচ্ছে হলেই হতে পারি
চঞ্চলা এক পাখি
ইচ্ছে মতো বেড়াই উড়ে
মনের সুখে ডাকি।

ইচ্ছে হলেই মাছরাঙা হই
ইচ্ছে হলেই ফিঙে
ইচ্ছে হলেই বউ কথা কও
কিংবা সবুজ ঝিঙে!

ইচ্ছে হলেই দোয়েল হয়ে
গাছের ডালে বসে
মিষ্টি সুরে শিস দিয়ে যাই
বিনা হিসেব কষে।

ইচ্ছে হলেই কোকিল হয়ে
গাইতে থাকি কুহু!
দুষ্টু ছেলে ভেংচি দিলে
ডাকি মুহুর্মুহু।

ভাবছি ভীষণ কখন আমি
হবো আলোর পাখি
সকল প্রাণে আনতে প্রভাত
আর কতো দিন বাকি।

Share.

মন্তব্য করুন