এখন সে কালো পাখি আর মেলে না বিস্তৃত ডানা
আকাশের নীল হৃদয়ে যে তার চঞ্চু গেঁথেছিল
স্বপ্নের বিচিত্র রঙে ডোবা পথ কত যে অজানা
ধুলি-ওড়া পথে পথে হেঁটেছিল সমর-মিছিলও।

আকাশের নীল হৃদয়ে যে তার চঞ্চু গেঁথেছিল
সেই পাখি কী করে ঘুমিয়ে গেল নতুন আকাশে
উঁচু ডালে বোকা চোখ মেলে ধরে চতুর কোকিলও
সে-কী বেঁচে নেই, কালো পাখি, নাকি হারালো পাখা সে।

সেই পাখি কী করে ঘুমিয়ে গেল নতুন আকাশে
এখনো তো দাগ পালকের পরতে পরতে লাল
পরাজিত! তাকে রোখে কোন জুজু, ভয়াল সন্ত্রাসে?
কে ছিল মুল্লুকে বলো দেবে তার ডানার সামাল?

এখনো তো দাগ পালকের পরতে পরতে লাল
চোখে তার এ-কোন ঝিমুনি রোগ, জরা-ব্যাধি-ঘুম
ডানার তরঙ্গে সেই ঝড় ফের উঠুক উত্তাল
গাছে গাছে ঝুলে আছে ভয়াবহ দিনের কুসুম।

চোখে তার এ-কোন ঝিমুনি রোগ, জরা-ব্যাধি-ঘুম
হাঁ করে ঝরায় লালা কেউ ছুঁড়ে দিলে শস্যদানা
শত্রুর কাঁথার নিচে গুজে মুখ খোঁজে আজ ওম
এখন সে-কালো পাখি আর মেলে না বিস্তৃত ডানা।

 

Share.

মন্তব্য করুন