ফিরে এসে শীত সরিষার ক্ষেত ভরেছে হলুদ ফুলে
কুয়াশায় ভিজে ভোর দেয় উঁকি রাতের ঘোমটা খুলে।
অতিথি পাখির কল গুঞ্জনে মুখরিত বিলঝিল
রোদের পরশ সারা গায় মেখে ডানা মেলে গাঙচিল।

টুপটাপ ঝরে রাতের শিশির ঘাস লতা বাঁশ ঝাড়ে
রোদ পড়ে তাতে মুক্তার মত দেখে আহা মন কাড়ে।
কৃষকের ক্ষেতে ফুলকপি শিম গাঁজর মটরশুঁটি
হরেক রকম শাক-সব্জিতে ছোট মাছ ঝোলপুঁটি।

খেতে কি যে মজা পিঠে পুলি যত মায়ের হাতের গড়া
সকাল বেলায় রোদ পিঠ করে ক্লাসের পড়া করা।
খেজুরের রস গুড় পাটালিতে মউমউ করে ঘ্রাণ
শীতের আমেজে প্রকৃতির রূপে আনন্দে মাতে প্রাণ।

ফোটে ফুল কত দোপাটি ডালিয়া গোলাপ হলুদ গাঁদা
আকাশের চাঁদ জোছনা ঝরায় মানে না শিশিরে বাধা।
শীত কনকনে উত্তুরে হাওয়া গ্রামের কত না ছেলে
গোল হয়ে বসে আগুন পোহায় কলার বাসনা জ্বেলে।

ফিরে এসে শীত নদী গাঙচর কুয়াশায় পড়ে ঢাকা
যেন শিল্পীর রঙতুলি দিয়ে পরিপাটি করে আঁকা।

Share.

মন্তব্য করুন