শফিক বাবুর শরীর দেখি যাচ্ছে ভিজে ঘামে,
সেদিন আবার ভীষণ গরম পড়ছে ধরাধামে।
ক্লান্ত শফিক চুপটি করে শুধুই বসে রয়,
গরম নিয়ে মনের মাঝে জাগলো যে সংশয়।

কৌতূহলে মাকে ডেকে শুনলো নানান কথা,
সুয্যিমামার আজকে কেন, এত্তো সজীবতা?
পারছে না মা আজকে সে কি একটু দূরে যেতে?
কত্তো গরম পড়ছে দেখো এই যে সমাজেতে।

ঘামাচিরাও আজকে দেখো উঠছে ভীষণ জেগে,
আজগুবি সব প্রশ্ন শুনে মা গিয়েছেন রেগে।
শফিক বাবু প্রশ্ন বাদেই বললো মনে-মনে,
সূর্য সাথে সবাই দেখি গরম আয়োজনে।

Share.

মন্তব্য করুন