এদিকটাতে নদী ছিলো বড়ো
ওদিকটাতে ছিলো বেতের ঝাড়
নদীটাতে ছিলো ঢেউয়ের রেখা
সকাল-সাঁঝে বাইতো মাঝি দাঁড়;

নদীর বুকে ভাসতো শাদা পাখি
ভাসতো বুকে শালুক ফুলের দল
আপন মনে বইতো শুধু নদী
বুক জুড়ে তার ঢেউয়ের ছলাৎছল।

এদিকটা আর এখন তেমন নেই
নেই এখানে নদীর স্রোতধারা
নদীর বুকে পাষাণ পাথর গেড়ে
মানুষ নামের দানব আত্মহারা!

সুখে মানুষ নাচছে তাথৈ থৈ-
শোনো মানুষ, নদী উঠবে জেগে
নদীও উঠবে ভীষণরকম রেগে;
ওই যে দ্যাখো, ফুঁসছে আবার ওই। 

Share.

মন্তব্য করুন