চাই না হতে মস্ত বড় কবি সাহিত্যিক,
ভবিষ্যতে কী যে হব তা-ও করিনি ঠিক।
গল্প লেখা, পদ্য লেখার ব্যাপারটা কি সোজা?
আজগুবি সব মিথ্যে কথার পাহাড় শুধু খোঁজা।
ইঞ্জিনিয়ার হলে শুধু কল-কব্জার খেলা,
ডাক্তারিতে হরেক রকম রোগীর যত মেলা।
চাষিও হতে পারব না যে, বেজায় পরিশ্রম
অফিস গিয়ে কলম পেশার কাজটাও কি কম?
গায়ক-নায়ক হবার তরে পাইনি গলার স্বর,
ভক্তেরা সব তুলতে পারে শক্ত কথার ঝড়।
দেশের নেতা হতে গেলে আরো বিপদ ভাই,
গুণের চেয়ে বড় হবে দোষের কথাটাই।
বেচাকেনার ব্যবসা যদি করতে থাকি শুরু,
ধার দিয়ে আর লোকসানে প্রাণ করবে দুরুদুরু।
চোর কিংবা ডাকাত হলে যেতেই হবে জেলে,
উত্তমে আর মধ্যমে প্রাণ বেরিয়ে যাবে ঠেলে।
বিশ্বে যারা নাম করেছে বিশেষ বিশেষ কাজে,
ভুলেও আমি রইব না আর সে-সব কিছুর মাঝে।
একটা কিছু করব তবে সময় যদি পাই,
তাতেই হব সবার সেরা, ভুল তাতে আর নাই।

Share.

মন্তব্য করুন