পূর্বা নদীর উন্নত বুক ভোরের হাওয়ায় দুলছে
রাত্রি-জাগা অভিবাসী শ্রমিক ঘুমে ঢুলছে
নদীর ওপার আস্তে-ধীরে রাতের জামা খুলছে
মেঘের ডালে সুতোয় বাঁধা দালানগুলো ঝুলছে
স্বপড়বভুখ এক প্রাচ্য-যুবক অতীতটাকে ভুলছে
পূর্বা-জলের গভীরে সে বিচিত্র রঙ গুলছে।
ফেলে আসা তিতাস নদী অভিমানে ফুলছে।

Share.

মন্তব্য করুন