বাবার জন্য দাঁড়িয়ে থাকে ছেলে
ভাইয়ের জন্য বোন-
চৈত্রে পোড়া উদাস দুপুরগুলো
মা’র বুকেও তুলছে আলোড়ন।

কার কী গেলো? বাছুর, গরু-গোয়াল
ভিটের মাটি, হরেক ফুলের বন
কেউ হারালো শুধুই কর্মসাল
মা হারালো বুকের মানিকধন;

আজও দোলে নদীর ধারে ফুল
ফুলের পাশে দোলে সবুজ ধান
অবুঝ চোখে মা খোঁজে তার খোকা
পাখিরা গায় যুদ্ধজয়ের গান।

Share.

মন্তব্য করুন