রোজ বিহানে সোনার রবি
পূর্বাকাশে উঠে বলে,
আসছি আমি থাকবো না তো
সন্ধ্যা বেলা যাবো চলে।

আমার তরে সর্বস্তরে
পায় যে কত মুগ্ধ ছবি,
সব কিছুকে জাগিয়ে দেই
আমি হলাম ঊষার রবি।

আমি আসলে ঘুম ভেঙে যায়
জেগে ওঠে ধরার সব,
আমি আবার যাবো চলে
নীরব হয়ে যাবে এ ভব।

আমি আসলে গহিন নিশার
থাকে না তো কোথাও লেশ,
ঝকঝকে হয় সব কিছু আর
সতেজ হয় সোনার দেশ।

পাখ পাখালি কলতানে
আমায় করে নিত্য বরণ,
আমার সাথে মিশে আছে
সর্ব প্রাণের জীবন মরণ।

সাদিকুর রহমান মুশফিক
মানিকখালী, আমড়াগাছিয়া, মঠবাড়িয়া, পিরোজপুর

Share.

মন্তব্য করুন