নীল আকাশের জমিন জুড়ে লক্ষ তারা হাসে
এক ফালি চাঁদ পালকি চড়ে সঙ্গে তারই ভাসে।
দূরের মাঠে ধনচে-পাটে জোছনা মাখা আলো
হয় যে মনে দিনের সুরুজ দূর করেছে কালো।
ডোবার ভেতর বলছে পুঁটি সু-স্বাগতম তারা
স্বচ্ছ আলো পেয়ে বোয়াল হয় যে দিশেহারা।
বাঁশবাগানে কোয়েল পাখি ডাকছে পালক মেলে
ভাবছে বসে গল্প হতো দোয়েল পাখি এলে।
সবুজ গায়ের আড়ে আড়ে জ্বলছে জোনাক পোকা
মুরগি চোরা শেয়াল বাবু ভীষণ সে একরোখা।
ঝিলিক ঝিলিক রোদ জড়ানো নারকেলেরই পাতা
তালগাছটা দাঁড়িয়ে আছে যেনো আজব ছাতা।
ঝিম ধরানো সন্ধ্যাবেলা ঝিঁঝি পোকার ডাকে
আলো ছায়ার রঙতুলিতে কে যে ছবি আঁকে।

রাতের বেলা রূপোর ঝিলিক জোছনা মাখা আলো
চোখ জুড়ানো এমন শোভা কার না লাগে ভালো।

Share.

মন্তব্য করুন