গাছের ডালে পাতার ফাঁকে একটি পাখি
সকাল সাঁঝে আমায় ডাকে, ‘আসবে নাকি?’
কোন সে পাখি? কেমন তরো? মিষ্টি সুরে
ডাকছে পাখি, ভাঙলো খাঁচা হৃদয়পুরে।
হৃদয়পুরে ডাকছে, সে কি প্রাণের পাখি!
পাখির কথা ভাবতে গিয়ে তাকিয়ে থাকি।
ছড়ার খাতা উড়াল দিলো বনের দিকে,
আলো ছায়ায় হাসছে পাখি নয়তো ফিকে।
পড়ালেখার পাঠ চুকিয়ে পাখির কাছে,
উড়াল দিয়ে আমিও যাবো বকুল গাছে।
বলবো তারে, ‘চলো না যাই মেঘের দেশে!’
মেঘেরা আজ দাঁড়িয়ে আছে পাহাড় ঘেঁষে।

Share.

মন্তব্য করুন