বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা করো। আর লেখা হলেই পাঠিয়ে দাও কিশোর পাতার ঠিকানায় (ডাকযোগে/ই-মেইলে)।
আজ এ পর্যন্তই!
ছড়া কুটুম

অক্টোবর ২০১৯ মাসের ছড়া

কাজের মাঝে ব্যস্ত থাকো
ঘামে ভেজা মুখ
তোমার জন্য সেটাই দেখো
বাড়িয়ে দেবে সুখ।

সেপ্টেম্বর ২০১৯ মাসের ছড়া

ওই আকাশে ডানা মেলে
উড়ে যায় পাখি
স্বপ্নগুলো ছড়িয়ে যায়
কোথায় বলো রাখি?

কোথায় রাখি স্বপ্ন ডানার
রঙিন পালক ধরে
আয় রে তোরা বন্ধুরা সব
আয় আমাদের ঘরে।

আয় আকাশের পাখির সাথে
ওড়ার ফন্দি আঁটি
মনের ডানায় কানায় কানায়
বিছাই স্বপন পাটি!

পাটির উপর বসবো সবাই
উড়বে পাটি নীলে
তারই ছায়া পড়বে সুদূর
সাগর নদী ঝিলে।

ইউসুফ আদহাম
অষ্টম শ্রেণি, ময়মনসিংহ জিলা হাইস্কুল, ময়মনসিংহ।

Share.

মন্তব্য করুন