কার্তিক পহেলায় পিঠাপুলি খাও,
ঘরে ঘরে নবান্নের উৎসবে যাও।
শিশিরের হিম নিয়ে
দোয়েলের শিষ দিয়ে
যাবে যেই বনে,
শিউলি বকুলেরে পাবে সেই ক্ষণে।

যদি চাও সুঘ্রাণ
হতে চাও গরিয়ান
হও ফুল পাখি,
ক্লেদ কালিমাকে ফেল সবে ঢাকি।
আশ্বিন কার্তিক,
চাঁদ জ্বলে ঠিক ঠিক।
শিশিরের হিমজল কুয়াসা চাদর
কার্তিক মেখে দেয় মায়ের আদর।

Share.

মন্তব্য করুন