দেশব্যাপী স্কুল ও কলেজ পড়ুয়া (পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জাতীয় কিশোর পাতা পাঠ প্রতিযোগিতা ২০১৯ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। গত ৭ আগস্ট (বুধবার) রাজধানীতে কিশোর পাতার কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সভায় ফলাফল ঘোষণা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক দাইয়ান ফুয়াদ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথী কিশোর পাতার সম্পাদক ভাষাসৈনিক ও কথাসাহিত্যিক অধ্যাপিকা চেমন আরার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অনুপস্থিতির কথা জানান এবং তাঁর সার্বিক সুস্থতা কামনা করেন। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই কিশোর পাতা এদেশের শিশু-কিশোরদের প্রিয় পত্রিকা হয়ে উঠতে পেরেছে। তাদের শিক্ষা ও প্রতিভা বিকাশের যে ধারা সেটিকেই আরো বেগবান করতে চায় কিশোর পাতা। আর এ জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনের মতো সঠিক পাঠাভ্যাসেরও প্রয়োজন রয়েছে। আমাদের শিশু-কিশোরেরা হয়ে উঠুক সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের একেকজন স্বপ্ন নাবিক। পাঠ্য বইয়ের পাশাপাশি তাদের পড়াশোনার জগৎটি আরো বিস্তৃত হোক। তারা জানুক পাঠ্য বইয়ের বাইরেও জ্ঞান-বিজ্ঞানের বিশাল একটি জগৎ রয়েছে। কিশোর পাতা সেই জগতের সাথেই তাদের পরিচয় করিয়ে দিতে চায়।
এসময় উপস্থিত ছিলেন কিশোর পাতার সহকারী সম্পাদক কবি মোস্তফা মাহাথির, বিপণন ব্যবস্থাপক আতিকুর রহমান, বিজ্ঞাপন ব্যবস্থাপক জামাল উদ্দিন, মুদ্রণ ব্যবস্থাপক বেলাল হোসাইন সহ নীতিনির্ধারণী ফোরামের সম্মানিত সদস্য বৃন্দ। নির্বাহী সম্পাদক তার বক্তব্যে দেশব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিপুল অংশগ্রহণকারীদের মধ্যে নিরপেক্ষ থেকে বিজয়ীদের নির্বাচিত করার কঠিন কাজটি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দশজন বিজয়ীর নাম ঘোষণা করেন।

প্রতিযোগিতা ২০১৯ এর ফলাফল

জাতীয় কিশোর পাতা পাঠ প্রতিযোগিতা ২০১৯-এ বিজয়ী হলেন যারা

Share.

মন্তব্য করুন