ডেমরায় কিশোর পাতা পাঠক ফোরামের আয়োজনে কিশোর আড্ডাডেমরায় কিশোর পাতা পাঠক ফোরামের আয়োজনে কিশোর আড্ডা
সম্প্রতি রাজধানীর ডেমরা অঞ্চলে কিশোর পাতা পাঠক ফোরামের আয়োজনে একটি কিশোর আড্ডা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কিশোর পাতা পাঠক ফোরামের অত্র অঞ্চলের পরিচালক আবদুল মালেক। তিনি বলেন, জীবনে সফল হওয়ার জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভালো বই এবং ভালো ম্যাগাজিনও পড়তে হবে। এতে পৃথিবীর অনেক অজানাকে জানা যাবে, আলোকিত মানুষ হওয়া যাবে। আড্ডা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি।

হাটহাজারীতে কিশোর পাতা পাঠক ফোরামের কুইজ প্রতিযোগিতাহাটহাজারীতে কিশোর পাতা পাঠক ফোরামের কুইজ প্রতিযোগিতা
কিশোর পাতা পাঠক ফোরাম হাটহাজারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কিশোর আড্ডা ও কুইজ প্রতিযোগিতা। এতে বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর মধ্য হতে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। গান, আবৃত্তি ও কৌতুকে আড্ডাটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত সবার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন শাখান নেতৃবৃন্দ। তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যই কিশোরদের গড়ে উঠতে হবে। হতে হবে একেকজন সফল মানুষ। এজন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। পাঠ্য বইয়ের পাশাপাশি ভালো ভালো বই পড়তে হবে। পড়তে হবে গল্প, উপন্যাস, কবিতা এবং ভালো ম্যাগাজিন। তারা বলেন, কিশোর পাতা পাঠকদের মাঝে বড় মানুষ হওয়ার স্বপ্ন বুনে দিতে চায়।

Share.

মন্তব্য করুন