বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এখন তোমরা কি করছো? নিশ্চয়ই যার যার কাজে প্রত্যেকেই ব্যস্ত আছো। এই ব্যস্ততার মাঝে একবার আকাশের দিকে তাকাও তো! কি সীমাহীন বিশাল আকাশ! কি প্রশস্ত! আকাশের কোথাও বা সাদা মেঘ আবার কোথাও বা নীল। দেখতে দারুণ লাগে। বলো তো আকাশকে দেখতে এতো ভালোত লাগে কেন? এর প্রথম কারণটি হলো আকাশ অনেক অনেক বিশাল বলে। তার বুকের জমিনটা অনেক প্রশস্ত। সে অনেক কিছুই ধারণ করতে পারে।
আকাশের বিশালতার কথা এজন্যই বললাম যে, আমাদের হৃদয়টাও ঠিক আকাশের মতো বিশাল ও প্রশস্ত করতে হবে। ধারণ করতে হবে অনেক কিছুই। হৃদয়কে বড় করতে হলে অনেক বেশি পড়তে হয়, জানতে হয়, শিখতে হয় ও বুঝতে হয়। মানুষকে ভালোবাসতে হয়, দেশকে ভালোবাসতে হয়। দেশ ও সমাজের জন্য ত্যাগ স্বীকার করতে হয়।
যদি সেটা আমরা পেরে উঠি তাহলেই সকল দিক দিয়ে আমাদের জীবন প্রকৃত অর্থে স্বার্থক হয়ে উঠবে। এসো, আমাদের হৃদয়টাকে আকাশের মত অনেক বড় করার শপথ গ্রহণ করি।
আজ এ পর্যন্তই!

Share.

মন্তব্য করুন