কবিতায় ঝড় এনে
গানে টেনে সুর
সমাজের কালো ছায়া
করেছেন দূর।

লেখালেখি প্রেরণায়
দেখি তাই মেলে
প্রতিবাদী ছন্দের
ঢেউ যায় খেলে।

মানুষের মাঝে তাঁর
সাম্যের রেখা
এঁকেছেন অকপটে-
পেয়ে যাই লেখা।

সেই লেখা জীবনের
প্রতি পদে পদে
ঠাঁই নেয় নিচু আর
উঁচু মসনদে।

ভেদাভেদ ভোলাতেই
নিবেদিত কবি
ফিরে ফিরে ভেসে ওঠে
প্রিয় সেই ছবি।

শুভ কাজে চেয়েছেন
মুছে দিতে ভুল
এমন মহান যিনি
তিনি নজরুল।

Share.

মন্তব্য করুন