প্রাণপ্রিয় বন্ধুরা,
কেমন আছো তোমরা?
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।
এবার আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আসছে আমাদের জন্য আনন্দের সুসংবাদ নিয়ে ঈদুল আযহা। ঈদ মানেই তো আনন্দ! ঈদ মানেই তো খুশির ফোয়ারা! কিন্তু ঈদুল আযহার অন্যতম একটি বৈশিষ্ট্য আছে। ঈদুল আযহা অনেক ত্যাগ ও শিক্ষার আলোকে ভাস্বর। সেটাকেই আমাদের সামনে রাখা জরুরী। ঈদুল আযহার অন্যতম শিক্ষা এবং বৈশিষ্ট্য হলো সকল ক্ষেত্রে ত্যাগ ও কুরবানী।
আগস্ট মাসের ২৭ তারিখ আমাদের প্রাণপ্রিয় কবি, জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এই মহান কবির মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে স্মরণ করবো অনেক বেশি বেশি। সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা এবং তার লেখা পাঠ পরিক্রমার মধ্য দিয়ে চলবে এই স্মরণ প্রক্রিয়া। কবি নজরুলকে আমাদের আরো বেশি করে জানতে হবে, পড়তে হবে এবং আমাদের চলার পথে কাজে লাগাতে হবে।
আজকের আলাপন এ পর্যন্তই!
সবার জন্য আবারো জানাচ্ছি- ঈদ মুবারক ঈদ।

Share.

মন্তব্য করুন