যোগাযোগের প্রধানতম বাহন হলো ভাষা। এর মাধ্যমেই এক জনের মনের ভাব অন্যের কাছে পৌঁছানো যায়। কিন্তু ভাষা তো একটা নয়। হাজার হাজার। কয়টা আর জানা সম্ভব! তা ছাড়া যদি তোমার নতুন ভাষা শেখার সময় না থাকে? তবে তুমি বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারো। কিন্তু অ্যাপ দিয়ে কি আর রিয়াল টাইম কথোপকথন চালিয়ে নেয়া যায়! সে জন্য নতুন একটি যন্ত্র এসেছে দারুণ এক সমাধান নিয়ে। ট্রাভিস! এটি একটি রিমোট কন্ট্রোলের মত গ্যাজেট যেটি আকার ও আয়তনে ছোট বিধায় পকেটেও রাখা যায়। ট্রাভিসের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে যাত্রাপথে যে কারো সাথেই কথা বলতে পারবে। এর লক্ষ্য হচ্ছে একটি বাটনের ছোঁয়াতেই যে কারো সাথে মুখোমুখি আলাপ করতে সক্ষম হওয়া। কেননা, যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কথাবার্তা বুঝতে পারে যাতে করে সহজেই আলাপ করা যায়। ট্রাভিসের নির্মাতাদের দাবি যখন এটি অনলাইনে থাকে তখন এটি রিয়াল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে পারে। সেটা হতে পারে আফ্রিকান ভাষা থেকে শুরু করে ওয়েলস ভাষা পর্যন্ত। যন্ত্রটির সাহায্যে অফলাইন মোডেও সাধারণত কথ্য এমন ২০টি ভাষা ব্যবহার করা যাবে। যাতে করে যে সকল স্থানে পরিষ্কার নেটওয়ার্ক নেই সেখানে ভ্রমণে অসুবিধার মাত্রাটা কম হয়। ন্যাভিগেশনের জন্য ট্রাভিসের একটি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। আরও আছে একটি কোয়াড কোর প্রসেসর, বিলট-ইন ব্লুটু ও ওয়াই-ফাই সক্ষমতা এবং একটি সিম কার্ডের জন্য স্লট। এর নির্মাতাদের দাবি এর ব্যাটারি স্ট্যান্ডবাই মোডে এক সপ্তাহ পর্যন্ত সচল থাকবে। কিন্তু অনলাইন ও অফলাইন মোডে ব্যাটারি যথাক্রমে ছয় ও বারো ঘণ্টা।
হাতের মুঠোয় ৮০ ভাষার অনুবাদ যন্ত্র । আরাফাত আলভীট্রাভিসের কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক কিভাবে কাজ করবে সে ব্যাপারে খুব বেশি জানা যায়নি। যদিও এ নিয়ে উদ্বেগ রয়েছে। একটি ভিডিও প্রদর্শনীতে সিস্টেমটির একটি বড় ও ভারি প্রটোটাইপ সংস্করণ দেখা যায়। সুতরাং এটা পরিষ্কার যে বাজারে আসার আগে ট্রাভিসের আরো অনেকখানি পথ পাড়ি দিতে হবে। বাজারে এটিই প্রথম গ্যাজেট না যেটি রিয়াল টাইম অনুবাদে সক্ষম। কিন্তু এটি যে সম্ভাবনা দেখিয়েছে যদি তা পূরণ করতে পারে তাহলে এই যন্ত্রটি পর্যটক ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য খুব মূল্যবান হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক ক্রাউডফান্ডিং ওয়েবসাইট ইন্ডিগোগোতে ইতোমধ্যেই প্রাথমিক পুঁজি সংগ্রহ হয়ে গেছে ট্রাভিসের। ইন্ডিগোগোতে ট্রাভিসের প্রি-অর্ডার করতে লাগবে ১৩৯ ডলার। অনুবাদক যন্ত্রটির ইন্ডিগোগোতে এর ব্যবহারকারীদের কাছে এই মাসে শিপিং হওয়ার কথা রয়েছে।

Share.

মন্তব্য করুন