ডালে বসে, আম খাচ্ছে
চাইলে, বলছে: ‘আম নাই’
ওদের সাথে ভাব জমানোর
তোমার আমার কাম নাই

গাছ লাগাবো। ফল ধরলে,
ওদের মতো করবো নাবলে
বা ডেকে, ‘আম পেড়ে খা;
চোর বানিয়ে ধরবো না।’

নিজেরটুকুন দেখবো কেবল
দিন তো এখন আর তা নাই!
এই সমাজে, স্বার্থপরের
জন্য- ভালো বার্তা নাই।

Share.

মন্তব্য করুন