নাহিয়ান হন্তদন্ত হয়ে বাসায় ঢুকে স্কুল ব্যাগটা টেবিলে রেখে দাঁত কটমট করে বলছে, ‘আমি জানতাম, কিন্তু বললাম না কেন? আমি কেন পারলাম না?’ আম্মু তার অবস্থা দেখে বুকে জড়িয়ে ধরে শাড়ীর আঁচল দিয়ে মাথার ঘাম মুছতে মুছতে বললেন, ‘বাবা কী হয়েছে আজ তোমার?’ নাহিয়ান মায়ের মুখের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো সুরে বললো, ‘স্যার আজ ক্লাসের সবাইকে বকা দিয়েছেন।’ আম্মু দরদ মাখা কন্ঠে জানতে চাইলেন, ‘কেন?’ নাহিয়ান বললো, ‘স্যার একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু আমরা কেউই উত্তর দিতে পারিনি তাই।’ অথচ উত্তরটা আমার জানা ছিল কিন্তু লজ্জার কারণে বলিনি। যদি আমি উত্তরটা বলতাম তবে কাউকে বকা খেতে হত না। আর স্যার আমাদের ক্লাসের ব্যাপারে ভাল ধারণা নিয়ে যেতেন। স্যার চলে যাওয়ার পর যখন আমি সবাইকে বললাম যে, আমি উত্তরটা জানতাম তখন সবাই আমার উপর রেগে গেল। আমার বোকামীর জন্যই নাকি আজ সবাইকে কথা শুনতে হল।’ আম্মু বললেন, ‘তুমি যদি উত্তরটা দিতে তবে আমি তোমার মা হিসেবে অনেক খুশি হতাম।’ শোনো, জ্ঞানের বিষয়ে লজ্জা করতে নেই। সঠিক উত্তর জানা থাকলে বলে দিতে হয় এতে লজ্জার কিছু নেই।
শোনো, একটি ঘটনা বলি। একদিন আমাদের প্রিয় নবী (সাঃ) বললেন, “এমন একটি গাছ আছে, যে গাছের পাতা কখনো ঝরে পড়ে না। তা মুসলমানদের দৃষ্টান্ত, আমাকে বল তো তা কি গাছ? (সেখানে বড় বড় সাহাবীদের সাথে বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরও ছিলেন।) লোকজন জঙ্গলের নানান গাছপালা সম্পর্কে চিন্তা করতে লাগল। (ইবনে ওমর বলেন,) আমার মনে উদয় হলো তা খেজুর গাছ, কিন্তু বলতে লজ্জাবোধ করছিলাম। সাহাবীরা কেউ উত্তর দিতে পারল না। তারা বললেন, হে আল্লাহর রাসুল (সা.) আমাদেরকে ঐ গাছ সম্পর্কে বলে দিন। রাসুল (সা.) বললেন, তা হলো খেজুর গাছ। ইবনে ওমর বললেন, আমি আমার মনের কথা আমার পিতার নিকট বললাম। তিনি বললেন, ‘আমার এত ধন সম্পদ থেকে তোমার ঐ কথাটা বলে দেয়াই আমার কাছে প্রিয় ছিল।” (সহীহ বুখারী হাদীস নং ১২৮) নাহিয়ান ভাবছে আজ থেকে জ্ঞানার্জনের বিষয় কখনো লজ্জাবোধ করবে না। সঠিক উত্তর জানা থাকলে সবার আগে বলে দিবে। সেই সাথে আরো একটি বিষয় তার জানা হলো, যা আগে সে জানতো না। আর তা হলো খেজুর জাতীয় গাছের পাতা কখনো ঝরে পড়ে না, ঠিক মুসলমানদের মত। আম্মু বলেছেন, ‘মুসলমানরা কখনো ভেঙ্গে পড়ে না, শত দুঃখ কষ্ট ও পরীক্ষার মাঝে টিকে থাকে অবিচল। নয়তোবা শহিদের মর্যাদা নিয়ে চলে যায় আল্লাহর কাছে।’ আমাদেরকেও হতে হবে খেজুর গাছের পাতার মতন। কোনো দুঃখ-কষ্ট ও বিপদ-মুসিবতে আমরা ভেঙে পড়ব না বরং ধৈর্যের সাথে সত্যের পথে অবিচল থেকে জীবন বিলিয়ে দেব সত্য ও সুন্দরের পথে।

Share.

মন্তব্য করুন