বন্ধুরা,
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। যারা নিয়মিত কিশোর পাতার সাথে আছো তাদের আজ নিয়ে যাবো এক স্বপ্নের জগতে, অন্য জায়গায়। সেটা হলো তোমাদের সবচেয়ে প্রিয় রূপকথার রাজ্যে! বিষয়টি কেমন হবে বলোতো? আসলে রূপকথা, রূপকল্প কিংবা রূপরাজ্- এসবই স্বপ্ন দ্বারা আবৃত। সবাইকে তাই সে মোহাচ্ছন্ন করে রাখে প্রতি মুহূর্তে। রূপকথা কিংবা রূপরাজ্য আমাদের দুই হাত বাড়িয়ে আহ্বান জানায় সেখানে উচ্ছেমত বিচরণ করার জন্য।
রূপকথা হাজার বছর ধরে বেঁচে আছে, বেঁচে থাকে। আর এই বেঁচে থাকার কারণ হলো এর সর্বমানবিক আবেদন। রূপকথা আমাদের কল্পনাশক্তি, চেতনাশক্তি সর্বোপরি মানবিক শক্তিকে বিকশিত করে। সুতরাং বুঝতেই পারছো রূপকথার গল্পের প্রভাব ও কার্যকারিতা কতোখানি। তোমাদের ভালোলাগার বিষয়টি বিবেচনা করে এ সংখ্যাটির প্রচ্ছদ রচনা রূপকথা নিয়ে সাজানো হলো। এছাড়া অন্যান্য বিভাগতো থাকছেই।

এসো যাই রূপ রাজ্যে

Share.

মন্তব্য করুন