আমায় কিছু বেদনা দিয়ো
ফুলের বোন ও শিশুর লাগি
সব পরাগের মনের ভেতর
লুকিয়ে থাকা যীশুর লাগি!

আমায় কিছু হৃদয় দিয়ো
গাছের বেদন বোঝার লাগি
সবুজ যখন পীড়ায় কাঁদে
তার উপশম খোঁজার লাগি

আমায় কিছু লজ্জা দিয়ো
হাওয়ায় যখন দোষণ করি
নিজের মনে স্বার্থপূজার
পশু পালন-পোষণ করি!

আমায় কিছু বিবেক দিয়ো
প্রাণ-পরিবেশ যখন গ্রাসি
বনের মনে, নদীর জলে
যখন আমি হই বিনাশী!

Share.

মন্তব্য করুন