মন ছুটে যায় সাগরতীরে মন ছোটে দূর নীলে
জোনাকজ্বলা রাত্তিরে দূর শাপলা ফোটা বিলে।
ফসল ফলা সবুজ মাঠে মানিকছড়ার কূলে
মৌচাকে আর পাখির বাসায় প্রজাপতি ফুলে।

মন ছোটে লাল কৃষ্ণচূড়ায় চপল চড়ুই নীড়ে
অবুঝ পাগল দিগন্তে ধায় সবুজ বাতাস চিরে
পাতাঝরা শূন্য শাখে মন বসে রয় চুপে
যায় হারিয়ে কোকিল সুরে মুগ্ধ ফাগুন রূপে।

মন ছোটে রাত তারার দেশে জোছনা ধোয়া মাঠে
বাউরি বাতাস বন্ধু ভেবেই তার সারাদিন কাটে
কিংবা সাঁঝে পাখির পাড়ায় সূর্যমুখী বনে
সই পেতে দেয় বংশীবাদক রাখালিয়ার সনে।

মন ছোটে লাল সাঁঝের মায়ায় ব্যস্ত দিনের শেষে
চোখে সবুজ স্বপড়ব মেখে শূন্যে বেড়ায় ভেসে।
জারুল বনে পিউ-পাপিয়ার সুর সুমধুর গানে
খোঁজে ব্যাকুল চঞ্চলা মন কানড়বা হাসির মানে।

Share.

মন্তব্য করুন