মনটা যখন হয় উদাসী;
কল্প-নদে ভাসাই ভেলা
সুখ ভেসে যায় মন খারাপে,
নিজকে লাগে খুব একেলা।

একটা সবুজ সময় ছিল
যখন আমার চতুর্পাশে
গাইতো পাখি হাসতো শিশির
সূর্য-রাঙা কোমল ঘাসে।

এক ডালেতেই নীড় ছিল, হোক
বিশটা পাখি বিশটা জেলার
সঙ্গী ছিলো সবাই সবার
সুখ কিবা দুখ, সকল বেলার।

কাটতো বেলা কান্না-হাসি
পড়ায়-লেখায় খুনসুটিতে
না জানিয়েই ভাগ বসাতাম
এক অপরের ভাত-রুটিতে।

আজকে আমি একলা পাখি
শূন্যে উড়ি দিক হারিয়ে
খুব মনে চায় সেই পাখিদের
নেই জড়িয়ে হাত বাড়িয়ে।

Share.

মন্তব্য করুন