ঘ্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ,
ব্যাঙে ডাকে
টুনটুনিটাও
ডাকছে তুলে ঠ্যাঙ।
ঐ যে ফাঁকে
গুণগুণিয়ে
ঘুম ভাঙিয়ে
ডাকছে মোবাইল, হ্যাঙ!

পাখিরাও
করছে খেলা
বসছে যেন
রঙের মেলা,
চারদিকে
নামছে আঁধার
নামছে যেন
সন্ধ্যাবেলা।

ঠুর ঠুরা ঠুর
ফুটছে খৈ
এক্ষুনি যাও
বাটি লই
মায়ের হাতে
খৈ ভাজা
খাওয়ার সুযোগ
পাবে কই?

বের হয়ে যাও
ছাতা নিয়ে
না থাকলে যাও
পাতা নিয়ে
বৃষ্টি কে নাও
বরণ করে
ঠিক নাই আবার
কখন ঝরে।

ঘ্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ,
সন্ধ্যারাতে
মেঘের সাথে
ডাকছে কোলাব্যাঙ।

Share.

মন্তব্য করুন