পাখিদের গান শুনে প্রভাতীরা হাসে
কোকিলের কুহুতানে মনে সুর ভাসে।
সাগরের বুকে বসে মৎস্যের মেলা
বাতাসের মাঝে একি সুর করে খেলা!

কৃষকের মাঠে মাঠে সোনা ধান ফলে
পড়ে থাকে ফুল কত শিউলীর তলে।
রাত হলে চাঁদ মামা মিটিমিটি জ্বলে
সকালের সূর্যটা সেই কথা বলে।

Share.

মন্তব্য করুন