কিছু ছড়া হাসি খুশির
কিছু ছড়া কষ্টের
কিছুু ছড়া মুখোশ খুলে
ন্যায় ও নীতি ভ্রষ্টের।

কিছু ছড়া রসে ভরা
কিছু ছড়ায় খোঁচা
কিছু ছড়া কারো কারো
নাক করে দেয় বোঁচা।

কিছু ছড়ায় আলোর নাচন
কিছু ছড়ায় দ্যুতি
কিছু ছড়া রুখে দাঁড়ায়
অন্যায় ও বিচ্যুতি।

কিছু ছড়া অসঙ্গতির
কিছু ছড়া জ্ঞানের
কিছু ছড়া নিবিড়ভাবে
একলা বসে ধ্যানের।

কিছু ছড়া ঘুমের ঘোরে
হঠাৎ জেগে ওঠার
কিছু ছড়া দৃঢ় বুকে
সাহস নিয়ে ছোটার।

Share.

মন্তব্য করুন