পদ্মা নদীর গা ঘেঁষা এক বাঁকে
সবুজ ঘেরা নিবিড় গাঁ এক ছিল
স্বপ্নপুরী নাম ধরে সব ডাকে
হাতছানি দেয় সুরম্য মঞ্জিলও!

দৃষ্টি আমার যায় ছুটে যায় দূরে
ঐ যে দূরের আকাশে বনরেখা
নায়ের মাঝি গান গেয়ে যায় সুরে
গহিন বনে বনটিয়ে যায় দেখা।

মিষ্টি করে ফুল হাসে গুলবাগে
বৃক্ষ শাখে নাচ করে টুনটুনি
ছায়ার বনে হারাই অনুরাগে
কল্পনাতে দারুণ স্বপ্ন বুনি।

ঢেউ খেলা ওই সবুজ জমিন চিড়ে
যাই হেঁটে যাই, ওড়াই রঙিন ঘুড়ি
তুলো-সাদা মেঘের ভেলার ভিড়ে
মনটা আমার পুরোই মেঘের বুড়ি!

কল-কলা-কল কীর্তিনাশার জলে
দল বেঁধে সব ইচ্ছে সাঁতার কাটি
এমনি করেই যাচ্ছে সময় চলে
ভালোবাসি ওই আকাশ আর মাটি।

Share.

মন্তব্য করুন