রাঙিয়ে দিলাম দেশের ছবি সবুজ এবং লালে
নিঝুম রাতের জোছনা দিলাম চাঁদ-তারাদের গালে!
সূর্যোদয়ের হলদে আলোয় ফড়িংরাজার নাচে,
উড়িয়ে দিলাম বিজয় কেতন পাহাড় নদী গাছে!

দূর নীলিমার নীলচে রঙে তীরহারা এক নদী,
কিশোর মনে ভাব জাগিয়ে বইছে নিরবধি!
নিয়ন আলোর অন্ধকারে মাকে করে সাথী!
কল্পলোকে তারার সাথে করবো মাতামাতি।

আমরা তখন কাকতাড়ুয়া সুঝন মাঝির নায়ে,
শহর ছেড়ে ফিরবো মাগো শান্ত নিবিড় গাঁয়ে।
আমরা হবো গাঁয়ের বুকে মায়ের আঁচল ছায়া!
শিশির ভেজা সবুজ পাতা লালচে আলোর মায়া।

সকাল-বেলার পাখি হয়ে হিম কুয়াশা ভোরে,
রঙিন আলো ছড়িয়ে দেবো অবুঝ শিশুর দোরে!
সাগর-গিরি পাহাড় ছুঁয়ে বিশ্বভূবন ঘিরে;
আমরা হবো আলোর পাখি শুদ্ধ আলোর ভিড়ে।

Share.

মন্তব্য করুন