পাতাঝরা চৈত্র মাসের শেষে
নতুন সূর্য জাগলো আবার হেসে।
সে যে দিল নতুন সুরে ডাক
সাথে নিয়ে পহেলা বৈশাখ।

বৈশাখ মানে নববর্ষ
প্রাণে আনে খুশির স্পর্শ।
গ্রামে গঞ্জে বৈশাখী মেলা
যাত্রাপালা সার্কাস লাঠি খেলা।

গাছের ডালে বউ কথা কও পাখি
পাতার ফাঁকে করে ডাকাডাকি।
হাওয়ায় দোলে কচি সবুজ পাতা
ব্যবসায়ীদের দোকানে হালখাতা।

ফেলে আসা আঁধার অমানিশা
বৈশাখ আনে নতুন দিনের দিশা।
যা গেছে তা পেছন পড়ে থাক
ডাক দিয়ে যায় পহেলা বৈশাখ।

Share.

মন্তব্য করুন