কচিপাতা ধানের দেশে
একটা আমার গল্প আছে
জমা,
বাল্যে ফেরা কিশোর সে কাল
শিল্পিত সুখ ছিলো যে রমরমা।

ধান সবুজের মাঠে মাঠে
স্মৃতির মলাট খুলতে গিয়ে দেখি,
সময় তখন ডানপিটে এক
দুর্জয়ী ভাব বীরকেশরী
সেকি!

ধানের শিষে দুলতে থাকা
স্বপ্ন হাজার দমকা মাদল
দোলা,
উচ্চকিত আশার আলোক
মোহন ছিলো ঝলমলে দিল-
খোলা।

Share.

মন্তব্য করুন