পুটি,
পুরো নদী পিঠ ভাসিয়ে করে ছোটাছুটি।
মজা তাদের কী যে!
ঘরে ফেরে বৃষ্টিজলে ভিজে।
রাতে,
মাতে,
জলের ওপর ভেসে ওঠা চাঁদ-তারাদের সাথে।

বাবা-মায়ের বকা শুনে ফোলায় না তো গালও,
যাচ্ছিল দিন ভালো।

কিন্তু কপাল! হঠাৎ করে অসুখ হলো খুবই,
বন্ধ হলো সাঁতার কাটা এবং ডুবাডুবি।
পরে?
আটকা পড়লো ঘরে
সর্দি-কাশি, গলাব্যথা, পুড়লো যে গা জ্বরে।
সাথে আরো নাম না জানা রোগে-
ভোগে।

বলা বাকী
কারণটা কি
অপরাধী কে রে?
বলছি শোনো- হত্যাযজ্ঞ যখন গেছে বেড়ে,
নদীটাতে ফেলে রাখে একে অন্যে মেরে।
পচে গলে গন্ধ ছড়ায়, রোগও বাড়ে, ক্ষতি,
তাই তো মাছের এমন পরিণতি।

Share.

মন্তব্য করুন