বর্ষাকালে টাপুর টুপুর বৃষ্টি ঝরে ডালে
পানির খুশি উথলে ওঠে নদ নদী আর খালে।
বিল বাওড়ে পানির খেলা পানির খেলা মাঠে
নাওর নিয়ে নৌকাগুলো লাগে এসে ঘাটে।
কলকলিয়ে পানি ছোটে খলবলিয়ে মাছ
স্রোতের তোড়ে উপড়ে পড়ে নানা জাতের গাছ।
ভাসতে থাকে গাছগাছালি ভাসতে থাকে আশা
পাকা ফসল পানির তলে ঘর বাড়ি আর বাসা।
নিয়ম মতো বৃষ্টি হলে ফসল হাসে মাঠে
ফুলে ফুলে জমিন ভরে সবজি ওঠে হাটে।
পানি জীবন পানি মরণ পানি করে খেলা
ভালো মন্দ মিলে মিশে জমছে ভবের মেলা।

Share.

মন্তব্য করুন